Books Published in association with Ghanada Club

ঘনাদা ক্লাবের সহযোগিতায় প্রকাশিত বইসমূহ

ঘনাদা: ছকভাঙ্গা বাঙালির গল্প‘ ও ‘ঘনাদা@৭৫: প্ল্যাটিনাম অভিযান‘ (তৃতীয় সংস্করণ) বই দুটি ঘনাদা ক্লাব ও সপ্তর্ষি প্রকাশনের যৌথ উদ্যোগে ৪৫তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা’য় (২০২২) প্রকাশিত হল।

এই বই দুটি ২৮শে ফেব্রুয়ারী থেকে ‘কলকাতা আন্তর্জাতিক বইমেলা’য় সপ্তর্ষি প্রকাশনের বুকস্টলে (স্টল নং: ৩০৫) পাওয়া যাবে।

ঘনাদা@৭৫: প্ল্যাটিনাম অভিযান

গত ১০ই জানুয়ারী, ২০২১ এই বইটি ই-বুক আকারে Google Play Books-এ প্রকাশিত হয়েছে, এবং গত ২৭শে নভেম্বর ২০২১ (শনিবার) কলেজ স্ট্রিটের কফি হাউসে পাঠকদের সুবিধার্থে এই সংকলনের দুটি মুদ্রিত সংস্করণ প্রকাশিত হয়েছিল: একটি সাদাকালো এবং একটি সম্পূর্ণ রঙিন।

আগামী ১৫ই ফেব্রুয়ারী ২০২২ এই বইটির তৃতীয় সংস্করণ ঘনাদা ক্লাব ও সপ্তর্ষি প্রকাশনের যৌথ উদ্যোগে প্রকাশিত হচ্ছে।

বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক প্রেমেন্দ্র মিত্র ১৯৪৫ সাল থেকে শুরু করে ১৯৮৭ সাল পর্যন্ত নিয়মিত ঘনাদার কাহিনি লিখে গিয়েছেন। শৈশব বা কৈশোরে যাঁরা ঘনাদার ভক্ত ছিলেন, বার্ধক্যেও তারা ঘনাদাকে সেইভাবেই আপন করে রেখেছেন।

এই সংকলন নতুন প্রজন্মের কাছে ঘনাদার গল্পের বিস্তার, ঘনঘটা, কল্পলোক ও পটভূমির ভৌগোলিক বিস্তারের আভাস তুলে ধরতে চেয়েছে। আছে ঘনাদা-গল্পের টীকাকরণ। আছে ঘনাদাকে নিয়ে এর আগে বাংলার লেখক ও পাঠকেরা কী ভেবেছিলেন বা প্রথম ঘনাদা ক্লাবের কর্মকাণ্ডই বা কীরকম ছিল, তার কিছু নিদর্শন আর ঘনাদা সম্পর্কে স্রষ্টা প্রেমেন্দ্র মিত্রের ভাবনাসূত্র।

আশা করি এই গ্রন্থটি জনপ্রিয় হবে এবং এই পরিবর্তিত নতুন সময়ে নতুন করে ঘনাদাকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করতে সহায়তা করবে।

ঘনাদা: ছকভাঙ্গা বাঙ্গালির গল্প

‘ঘনাদা’ বাংলা সাহিত্যে এক ছকভাঙা সৃষ্টি৷ তাঁর আবির্ভাবের সময় থেকেই তিনি সমস্ত শ্রেণির পাঠকের মন জয় করে নেন৷ শুধু মন জয় করা নয়, বাঙালি পাঠক কয়েক দশক ঘনাদায় বুঁদ হয়ে থেকেছে৷ বিশ্ব সাহিত্যে যেমন শার্লক হোমস, বাংলা সাহিত্যে তেমনি ঘনাদা৷ ঘনাদাকে নিয়ে সভা, সমিতি, ক্লাব বহু হয়েছে৷ ঘনাদার প্রতি মুগ্ধতা এমন, তাঁর সঙ্গে দেখা করার জন্যে অনেকে বনমালী নস্কর লেনের মেসবাড়ি খুঁজে হয়রান হয়েছে৷ কিন্তু, তার নাগাল আজও পাওয়া যায়নি। ভীরু, পোষমানা বাঙালির চিরাচরিত ছক তিনি তুড়ি মেরে ভেঙে বিশ্বব্রহ্মাণ্ড দাপিয়ে বেড়িয়েছেন। তাঁর মুখের জোরের ধারে-কাছে কেউ দাঁড়াতে পারে না। তাঁর গল্প বিজ্ঞান, ইতিহাস, ভূগোল নানা বিষয়ের জ্ঞানে পরিপূর্ণ। সেইসঙ্গে এই গল্পের গভীর বিশ্লেষণে খুঁজে পাওয়া যায় জাতীয়তাবাদী মনোভাব, ঔপনিবেশিক হীনমন্যতা জনিত সংকট থেকে উত্তরণের প্রচেষ্টা এবং বিজ্ঞান ও ইতিহাস সম্পর্কে আমাদের প্রথাগত ধারণার উলটো সুর৷ গভীর গবেষণাধর্মী মূল্যায়নে পরিপূর্ণ এই গ্রন্থে খুঁজে পাওয়া যাবে এক নতুন ঘনাদাকে।